নামাজের ওয়াজিব কয়টি ও কি কি

নামাজের ওয়াজিব কয়টি ও কি কি




আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটে ভিবিন্ন নামের অর্থ সহ আরো অন্যান্য বিষয়ে আর্টিকেল দিয়ে থাকি। আসা করি আমাদের আর্টিকেল গুলো তোমাদের উপকারে আসবে।

নামাজের ওয়াজিব  কয়টি ও কি কি

বন্ধুরা অনেকে আছেন যারা নামাজের ওয়াজিব সম্পর্কে ধারণা   খুজে থাকেন। তাই আজকে আমরা নামাজের ওয়াজিব  শেয়ার করবো। বন্ধুরা তোমরা যারা  নামাজের ওয়াজিব  খুজতেছো আসা করি আজকের এই আর্টিকেল তোমাদের উপকারে আসবে। আপনি যদি  নামাজের ওয়াজিব    জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আসুন তাহলে জেনে নেই নামাজের ওয়াজিব  । 

নামাজের ওয়াজিব কয়টি ও কি কি

নামাজের ওয়াজিব ১৪ টি

১/ সুরা ফাতিহা পড়া।

২/ সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো।

৩/ রুকু ও সেজদায় দেরী করা।

৪/ রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো।

৫/ দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা।

৬/ দরমিয়ানী বৈঠক।

৭/ দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া।

৮/ ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোড়ের জায়গায় জোড়ে পড়া।

৯/ বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া

১০/ দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা ৷

১১/ ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা ৷

১২/ প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা ৷

১৩/ প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা ৷

১৪/ আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা।

 টাগঃ নামাজের ওয়াজিব কয়টি ও কি কি

Post a Comment

Previous Post Next Post