ফজরের নামাজ পড়ার নিয়ম |ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়

ফজরের নামাজ পড়ার নিয়ম |ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটে ভিবিন্ন নামের অর্থ সহ আরো অন্যান্য বিষয়ে আর্টিকেল দিয়ে থাকি। আসা করি আমাদের আর্টিকেল গুলো তোমাদের উপকারে আসবে।

 ফজরের নামাজ পড়ার নিয়ম 

বন্ধুরা অনেকে আছেন যারা নামাজ সম্পর্কে ধারণা খুজে থাকেন। তাই আজকে আমরা ফজরের নামাজ পড়ার নিয়ম  শেয়ার করবো। বন্ধুরা তোমরা যারা ফজরের নামাজ পড়ার নিয়ম খুজতেছো আসা করি আজকের এই আর্টিকেল তোমাদের উপকারে আসবে। আপনি যদি ফজরের নামাজ পড়ার নিয়ম  জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আসুন তাহলে জেনে নেই ফজরের নামাজ পড়ার নিয়ম  । 

ফজরের নামাজ পড়ার নিয়ম 

  • ফজরের নামাজ দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজ নামাজ নিয়ে গঠিত। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময়। ফজরের দুই রাকাত সুন্নত নামাজের    পর ফরজ নামাজ পরতে হয়।

ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়

ফজরের নামাজ ৪ রাকাত, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত ফরজ। 

ফজরের  ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত : (نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ   للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-)বাংলায় –(নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।) অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরয নামায আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।

ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত  🙁نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ   للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ) –বাংলায় (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরয নামায আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার

এরপর সুবহানাকা আল্লাহুমা বিহামদিকা ওতাবারাকাসমুকা  ওতায়ালা যাদ্দুকা ও লাইলাহা গাইরুকা  পড়বেন, এরপর আউজুবিল্লাহ.....  পড়ে সুরা ফাতিহা পড়বেন,এরপর অন্য যে কোন একটি সুরা মিলিয়া পড়বেন।তারপর রুকুতে গিয়ে "সুবহানাকা রাব্বিল আজিম (৩) বার পড়বেন, রুকু শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ পড়বেন, তারপর সিজদায় গিয়ে " সুবহানাকা রাব্বিল আজিম " (৩)  বার পড়বেন,  এরপর ২য় সিজদাহ্  ঠিক প্রথমের মত পড়বেন,এরপর ২য় রাকাত ঠিক প্রথম রাকাতের নিয়ম অনুযায়ী পড়বেন, সিজদাহ্ শেষ করে আত্যাহিয়াতু,ছানা, এবং দোয়ায়ে মাসুরা পড়ার পর সালাম ফিরাবেন।

তারপরের ২ রাকাত ফরজ  ও ঠিক উপরোক্ত নিয়মে আদায় করে মোনাজাত করবেন।

 টাগঃ ফজরের নামাজ পড়ার নিয়ম, ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়

Post a Comment

Previous Post Next Post